ফেরারী পাখি
জাহিদ হোসেন রনজু।
---------------------------------------®
কোন এক প্রতিশ্রুত বিকালে
কুঁড়ি হলো ফুল গোলাপের ডালে
ভরা যৌবনের ভারে নদী টলমল
উছলে উছলে উঠে বসন্ত পরিমল
এক উঠোন রোদ্দুর বিছায় সোনালী চাদর
প্রজাপতি ডানার ভাঁজে মায়াবী আদর
উন্মুখ হৃদয় চিত্ত ; সমুদ্র সফেন-যখন
তখন
সেই অভিশপ্ত বিকেলে
প্রতিশ্রুতি ভুলে
তুমি - তুমি ফেরারী হলে।
----------------------------------------------
১০ নভেম্বর, ২০১৭, ঢাকা।