এসো বেঁচে থাকি

জাহিদ হোসেন রনজু
......................................................

যতই হাঁটছি মৃত্যুর কাছেই যাচ্ছি-

সু-উচ্চ হিমাদ্রি
প্রশান্ত মহাসাগর
আমাজন অরণ্য
সাধ্য নেই রুখে সে যাত্রা...........সে প্রস্থান

তবু বেঁচে থাকে সে মহাযাত্রার পরেও-

আগ্রার তাজমহল
বনলতা সেন
দেবদাস-পার্বতী


রোদসী এসো ভালবাসি.....বেঁচে থাকি

........................................................
১৪ সেপ্টেম্বর ২০১৮, মিরপুর, ঢাকা