এপিঠ, ওপিঠ

জাহিদ হোসেন রনজু
..................................................

আমি যখন কবিতা লিখবো বলে ভাবি
তখন তোমাকেই খুঁজি


কখনও সুনীল আকাশ
শরতের ছেঁড়া ছেঁড়া শুভ্র মেঘ
গাংচিল মন


কখনও সুনীল সাগর
ঢেউ আর ঢেউ ........... কষ্ট নীল
নষ্ট প্রহর

রোদসী তুমিই সব
জীবনের এপিঠ, ওপিঠ
আমার কবিতা

..................................................
১৩ সেপ্টেম্বর ২০১৮, মিরপুর, ঢাকা