একুশ এলেই মনে ভাসে

জাহিদ হোসেন রনজু
--------------------------------------®

ষড়ঋতুর পরিক্রমায়
ফাগুন এলেই 'একুশ' আসে,
বাংলা আমার মাতৃভাষা
'একুশ' এলেই মনে ভাসে।

তাছাড়া তো ভুলেই থাকি
বাংলা আমার মাতৃভাষা,
মাটি, মায়ের ভাষার প্রতি
নেই তো তেমন ভালবাসা।

পাঁচটি লিখলে তিনটি ভুলই
যা ইচ্ছে তাই লিখছি বসে,
বলতে গেলেও বলছি সবাই
ভুলভাল সব হেসে রসে।

কিন্তু তাতে নেই কোন লাজ
কেউ বলে না ভুল বলেছো,
সবাই বলে, সবাই লিখে
খুশি মনেই আজ চলেছো।

ইংরেজিটা ভুল হলে ফের
দেখবে কিন্তু আসছে তেড়ে,
বলছে সবাই -'মুর্খ তুমি'
বকছে বেজায় হাতটি নেড়ে।

এতই করুণ পরিস্থিতি
শিশুর মুখের মা ডাকাটাও
কেড়ে নিয়ে প্রাণের কথা,
'মম' না হলেও 'মাম্মি' শেখাও।

কথায়, লেখায় অবেহলায়
সবাই এখন বাংলা বলে,
এমন দশা ভাষার আজি
লাভ কী বলো একুশ এলে?

--------------------------------------
২১ ফেব্রুয়ারি ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা