একুশ
- জাহিদ হোসেন রনজু।
----------------------------------------------®
যখন আমি
আধো আধো মুখে
প্রথম 'মা' ডাকটি শুনি,
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
গুটি গুটি পায়ে
ছোট্ট সোনামনিকে
প্রথম স্কুলে যেতে দেখি,
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
কাঁপা কাঁপা ছোট হাতে
কোন শিশুকে
প্রথম অ-আ লিখতে দেখি,
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
দুরু দুরু বুকে
'আমি ভালবাসি তোমায়'
প্রথম লিখতে দেখি রঙিন কাগজে,
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
তোমায় ভালবেসে
কল্পনার ফানুস উড়াই,
কবিতার ছন্দে বাঁধি হৃদয়,
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
মিছিলে মিছিলে
দাবী আদায়ের শ্লোগানে
রাজপথ কম্পিত হতে দেখি,
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
হিমালয়ের চূড়ায়,
দেশে-বিদেশে,
খেলার মাঠে
লাল-সবুজের পতাকা উড়তে দেখি,
যখন আমি
সাফল্যে নেচে উঠি,
জয়ধ্বনি শুনে ফেটে পড়ি উল্লাসে,
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
'ওকি গাড়িয়াল ভাই'
অথবা
'আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি' শুনে
আমার প্রাণের অস্তিত্ব খুঁজে পাই,
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
কবি নজরুলের
'বিদ্রোহী ' কবিতা আবৃত্তি করি-
'বল বীর
বল চির উন্নত মম শির',
তখন আমার একুশের কথা মনে পড়ে।
যখন আমি
বিজয় দিবসের তপো-ধ্বনি শুনি,
যখন আমি দেখি
আমি স্বাধীন- শরীর ও মননে,
তখনও আমার একুশের কথা মনে পড়ে।
একুশ আমার আত্মা, আমার বিশ্বাস।।
(০৭.০২.২০১৬, ২৩:৪০মি.,ঢাকা)