একটু স্পর্শ দাও
জাহিদ হোসেন রনজু
----------------------------------------------------®
একটু স্পর্শ দাও
শীতার্ত হৃদয়ে একটু উষ্ণতা কুড়াই।
তোমার আলিঙ্গনে আবার
খুঁজে পাই রঙিন বসন্ত আমার।
আবার আমি হাঁটি
জ্যোৎস্না প্লাবিত আলোকিত উঠোনে।
কুয়াশার অবগুন্ঠনে লুকিয়ে থাকা
স্বপ্নগুলো আমার
ডানা মেলুক তোমার উষ্ণতা পেয়ে।
একটু উষ্ণতা দাও
বিনিময়ে ভালবাসা দিবো
তোমার উষ্ণতা পেলে
আমিও উষ্ণতা বিলাবো তোমায়।
প্রিয়তমা
এসো
ফিরে এসো
ফেলে যাওয়া সেই স্বপ্নিল নীড়ে।
ওখানেই,
হ্যা ওখানেই
সর্ব সুখ তোমার আমার।
আর সব মিছে।
একটু স্পর্শ দাও
শীতার্ত হৃদয়ে একটু উষ্ণতা কুড়াই।
তোমার উষ্ণতা পেলে
আমিও উষ্ণতা বিলাবো তোমায়।
--------------------------------------------------
১২ জানুয়ারি, ২০১৮, মিরপুর, ঢাকা।