.........
একটি মাত্র শব্দ
জাহিদ হোসেন রনজু।
---------------------------®
একটি মাত্র শব্দ বলবে
এতেই তুমি ঘামছো এতো!
মনে হচ্ছে ফাঁসি কাষ্ঠের সামনে তুমি,
বললে পরেই ঝুঁলিয়ে দিবে।
মনে হচ্ছে গিলোটিনে গলা দিচ্ছো,
হিমালয়ের চূড়ায় উঠছো
পড়েই যাবে, মরেই যাবে।
সাহস রাখো।
চোখের 'পরে চোখটি রেখে হাতটি ধরো।
পেয়ে যাবে অনেক কিছু।
তখন তুমি খুব সহজে, অনায়াসে
সাঁতরে যাবে অথৈ নদী।
তখন তুমি বলতে পারবে সেই কথাটি -"ভালবাসি"।
-------------------------------
( ২০.০৩.২০১৬,ঢাকা )