এখন আমাকে নপুংসক বলতে পার তুমি

জাহিদ হোসেন রনজু।
-----------------------------------®

যখন-
জ্যোৎস্না তুলতুল পেলব হাতখানি
বাড়িয়ে দিয়েছিলে তুমি, ভালবেসে।
আর আমি থরথর করে কেঁপে উঠেছিলাম।
সাহস পাইনি বলে ধরতে পারিনি সে হাত।
সরে গিয়েছিলাম দূরে, বহুদূরে।
তুমি বলেছিলে-" নপুংসক"।

তখন আমি নপুংসক ছিলাম না।

কিন্তু যখন-
তোমার সেই পেলব হাতটি ধরে
হিংস্র লোমশ একটি কালো হাত,
নোংরা পৈচাশিক উল্লাসে টেনে নিয়ে গেল জোর করে, আমারই সামনে দিয়ে।
আর তুমি এক সমুদ্র প্রত্যাশা নিয়ে
বাড়িয়ে দিয়ে ছিলে অন্য হাতটি আমার দিকে।
সাহস পাইনি বলে ধরতে পারিনি আমি।
তবে পালিয়ে যাইনি সেদিন।
দাড়িয়ে দাড়িয়ে দেখেছি সে তান্ডব রাত,
কাল বৈশাখি ঝড়,
লন্ডভন্ড তুমি।
তুমি বলতে পারোনি কিছুই।

তবু সেদিনই প্রথম নপুংসক হলাম আমি।

এখন আমাকে নপুংসক বলতে পারো তুমি।

--------------------------------------
২৯ ফেব্রুয়ারি, ২০১৬, মানিকগঞ্জ।