একা

জাহিদ হোসেন রনজু।

-------------------------------------------®

কত আর বিষন্ন হবো?
কত আর রক্তাক্ত হবে এ হৃদয়?
ও মেয়ে! কত আর পুড়াবে আমায়?

চাঁদ তো ডুবে গেছে কবেই,
কোন এক অচেনা সমুদ্রে, অমাবস্যার রাতে।
হৃদয়ের অলিন্দ থেকে
হেঁটে হেঁটে
চলে গেছে কৃষ্ণ গহ্বরের ক্ষুধার্ত পেটে।
যেভাবে হেঁটে গেছো তুমি। একদিন।

ভিসুভিয়াস, ফুজিয়ামা দেখছো তুমি?
হয়ত দেখনি তুমি। আজো।- আমার বিশ্বাস।

তবে দেখে যাও এ জলন্ত হৃদয়।
তাহলেই দেখা হবে সব-
আগ্নেয়গিরি,
        অগ্ন্যুৎপাত,
                   উত্তপ্ত লাভা,
                                    সব।
সব পুড়ে ছাড়খার, সব। সব কিছু।

এখন
চৈত্রের কাঠফাটা রোদে
পত্র-পল্লব বিহীন একটি বৃক্ষ দাড়িয়ে আছে শুধু।
..................................একা।

---------------------------------------------
( ০৬ মার্চ, ২০১৬, মানিকগঞ্জ)