এক টুকরো রোদ্দুর
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
পড়ন্ত বিকেলের উঠোনে
পড়ে আছে এক টুকরো রোদ্দুর
বহুদিনের অযত্ন অবহেলায়
জমে উঠা আগাছার মাঝে;
ওটুকুই সম্বল এখন, আমার।
যুদ্ধ-বিগ্রহে জয়ী বা পরাজিত হলে
ইতিহাস হয় লেখা
তাই অলেখাই থেকে যাবে ইতিহাস তোমার আমার
একফোঁটাও রক্ত ঝরেনি গোলাপটি তুলে নিতে তোমার
এলে, বললে- 'চললাম'
বাধাহীন, নিঃশব্দ, নীরবে ডুবে গেলো চাঁদ
রয়ে গেছে তার কিছু হেম; স্মৃতির কংকাল
ওটাই রোদ্দুর; এক টুকরো আলো- আজো
আর সব অন্ধকার।
-----------------------------------------
১৯ জুলাই ২০১৯, ফেরী, কাঠালবাড়ী টু মাওয়া