এই তো সময়
জাহিদ হোসেন রনজু।
---------------------------------------®
কবিতা লেখার এই তো সময়
তুমি যখন কাছে আসছো
পাশে বসছো।
কবিতা লেখার এইতো সময়
তুমি যখন হাত ধরছো
পাশে পাশে হেঁটে যাচ্ছো।
কবিতা লেখার এই তো সময়
তুমি যখন চোখের 'পরে চোখ রাখছো
ঠোটের 'পরে ঠোট ছোঁয়াচ্ছো।
কবিতা লেখার এই তো সময়
তুমি যখন জড়িয়ে ধরছো
আদর নিচ্ছো, আদর দিচ্ছো।
কবিতা লেখার এই তো সময়
তুমি যখন আমায় নিয়ে ভেবে যাচ্ছো
ভাল বাসছো।
এই তো সময়
কবিতা লেখার এই তো সময়-
গোলাপ যখন তোমার হাতে আমার জন্য।
-------------------------------------------
( ১৭ আগস্ট, ২০১৬,মিরপুর, ঢাকা )