এই সব দিন-রাত্রি

জাহিদ হোসেন রনজু
----------------------------®

জানি না কতটুকু সহ্য শক্তি আর
পলে পলে দগ্ধ হওয়া দেহে অবশিষ্ট আছে আমার

চোখে কালো চশমা পড়েছি বহুদিন হলো
দেখে চোখ জ্বলে বলে
কানে তুলো গুঁজে বসে থাকি এখন
অসহ্য মনে হলে..

প্রতিদিন নতুন নতুন কালো
রাত্রি দীর্ঘ করছে, কমছে দিনের আলো
ঝাপসা থেকে ঝাপসা হচ্ছে পথ...সম্মুখের
সামনের

একমূখী হাওয়া,
আর হাওয়া নেই পূবাইল বা দখিন
তাই নিরুপায়,
তাই লাগে গায়
জানি না আর কত দিন......
চোখে ঢুলি পড়ে, কানে তুলো গুঁজে
সহ্য করে যাবো এই সব দিন-রাত্রি মুখটি বুজে।

----------------------------
২৯ মে ২০২৪, মিরপুর,  ঢাকা