এই মেয়ে তুই

জাহিদ হোসেন রনজু
------------------------------------------®

এই মেয়ে তুই ভোরের মতন
আলো ছড়িয়ে কোথায় যাস?
একটু সময় বস না পাশে
আলোয় হাসুক হৃদ আকাশ।

রাতের শেষে শিশির কণা
ভোরের আলোর অপেক্ষায়,
ঘাসের ডগায় বসে থাকে
হাসবে বলে তার আভায়।

তুই যদি না বসিস পাশে
কাটবে কি আর অপেক্ষা?
হারায় যাবে শিশির কণা
তোর পেয়ে এই উপেক্ষা।

তাই তো বলি যাস নে মেয়ে
একটুখানি বস পাশে,
জানিস যখন বসলে পাশে
কারো মনে রোদ হাসে।

যাস নে মেয়ে যাস নে রে তুই
আমায় ফেলে যাস না রে,
এবার একটু মনটি দিয়ে
আমায় ভালো বাস না রে।

------------------------------------------
১২ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা।।