ঈহা

জাহিদ হোসেন রনজু
-------------------------------------®

প্রতিটি জন্মদিনের গন্তব্য একটাই-
মৃত্যুদিনের দিকে এগিয়ে যাওয়া

এই ফুলেল শুভেচ্ছা
'বেঁচে থাকো হাজার বছর'-এই শুভাকাঙ্ক্ষা
পিঠা কাটার এই বর্ণিল উৎসব
মনে করে দেয় সেই চিরন্তন সত্য-
'জন্মিলে মরিতে হয়'

মৃত্যু আমার ইচ্ছাধীন নয় - যেমন জন্মটা আমার
তাই মৃত্যু আমাকে ভাবায় না
শুধু ভাবায়
জন্মদিনে তোমার পাওয়া ভালবাসাটুকু
আর কতদিন পাবো.....

মৃত্যুতে নিঃশেষ হোক তোমার ভালবাসা
এ আমি চাই না
যেমন চাই না আমি
মৃত্যুতে শেষ হোক তোমার প্রতি আমার ভালবাসা।

-------------------------------------------
২১ জানুয়ারি ২০১৯, কয়রা, খুলনা।