দ্বিধান্বিত সময়
জাহিদ হোসেন রনজু
-------------------------®
লুকিয়ে যেতে চায় ত্রস্ত
পিছে ধেয়ে যেয়ে ধরি হাতটা
থতমত, চমকায় মস্ত
নামে যেন মুখে কালো রাতটা।
ফিসফিস করে বলি আস্তে-
'ভুলে গেছো তুমি বুঝি কালটা,
লুকিয়েই কাছে মোর আসতে
তবে কেন হলো আজি উল্টা?'
দুটি চোখ তার করে ছল্ ছল্
ঘন ঘন বুকে টানে নিঃশ্বাস,
না বলা বেদনায় টল্ মল্
খুঁজে ফিরে হারানো সে বিশ্বাস।
পেল কি পেল না চেষ্টায়
থেমে গেল কিছু যেয়ে বলতে
ছাড়িয়ে নিলো হাত শেষটায়
রেখে ঠোঁটে হাসি সে এক চিলতে।
নীলিমায় গোধূলির সন্ধ্যা
আলো আর আঁধারের মাঝে বিশ্বাস
মনেতে খায় ঘুরপাক ধান্ধা
গেল কি ফের রেখে কোন আশ্বাস?
--------------------------------
১৯ ফেব্রুয়ারি ২০১৯, বাস, ঢাকা টু খুলনা।