দুঃসহ আগামী

জাহিদ হোসেন রনজু
--------------------®

চারিধার
ঘুমোট অন্ধকার
অদ্ভূত শূন্যতা
অস্থির নীরবতা

নিম পেঁচা আঁধারের রাত ডাকে
ভয়ানক ছবি আঁকে-
বিভৎস আকাল
বিষাক্ত ভয়াল

নাই, নাই, নাই
শুধু নাই, চাই আর চাই

ভুখা-নাঙ্গা মানুষের মিছিল
কিলবিল, কিলবিল

লাশ আর লাশ
চরম সর্বনাশ

দেখি আজ আমি
দুঃসহ আগামী

--------------------------
৩ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা