দূরত্ব
জাহিদ হোসেন রনজু
------------------------------------------®
যখন ভাবি তোমার আমার দূরত্ব বুঝি উঠে গেছে
ভোরের নীলিমায় সূর্য উঠেছে আবার হেসে।
হৃদয়ের কষ্টগুলো উঠোনে শুকাতে দেই তখন
বেলা শেষে দেখি আমি, আমিই বড্ড কল্পনাপ্রবণ।
সময় পেরিয়েছে তবু কুয়াশাটা এখনো আছে
আমার ভাবনাটাই অলীক, নেই বাস্তবতার ধারে কাছে।
অরণ্য আরো গভীর হয়েছে, জোনাকীর আলোও পাওয়া দুষ্কর
বন্ধ আজও খেয়া পারাবার, এপার-ওপার ব্যবধান দুস্তর ।।
-------------------------------------------
২৬ জুন'২০২১, মিরপুর, ঢাকা