দুর্দম বন্যা

জাহিদ হোসেন রনজু
---------------------------®

ঝমঝম ঝরঝর দিনরাত বর্ষণ
মেঘদল গুড়গুড় কড়কড় গর্জন।

চৌপর রাতদিন বান জল ঘূর্ণি
কলকল ধাই ধাই যায় সব চূর্ণি।

হুড়মুড় চুলবুল জল স্রোত দুর্বার
থৈথৈ খাল-বিল মাঠ-ঘাট চৌধার।

দেশ-গাঁও জলময় যায় চোখ যদ্দুর
ভোজ,খোঁজ, সংযোগ সব আজ বন্ধুর।

চারপাশ ডুবজল দুর্ভোগ সব্বার
নাই হুঁশ দেশকাল দুর্দম বন্যার।

-----------------------------
১৫ জুলাই, ফুলবাড়িগেইট, খুলনা।
পরিমার্জিতকরণ : ২০ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা