দুঃখটা ফিরিয়ে নাও যদি

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®

আচ্ছা রোদসী এ কেমন হলো, বলো
আমাকে দেয়া তোমার প্রেম
ফিরিয়ে নিলে তুমি
দুঃখটা তো নিলে না আমার।

রোদসী,
ওটাও তো তোমারই দেয়া।।

ওটাও নিয়ে নাও

তাহলে আবার ভালোবাসি বলে তোমার কাছে যাবো।।

তোমার ভালোবাসায় প্রাণ আছে
গন্ধ আছে
স্বাদ আছে
জোছনায় থৈ থৈ আলো আছে

এটাও জানি
তোমার ভালোবাসায়
চিতার দগদগে আগুন আছে
বহু রিরংসার কানাকানি আছে জানি

তবু আমি ভালবাসি বলে তোমার কাছে যাবো
দুঃখটা ফিরিয়ে নাও যদি।

----------------------------------------
২৯ জুন ২০১৯ মিরপুর, ঢাকা।।