দুঃখটা এখানেই
জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®
নীলাদ্রি শিখর; উতপ্ত, পিচ্ছিল
পড়ে গেলাম,
হাত দিয়ে দেখলাম
পাঁজরের একটি হাড়ও আস্ত নেই
মনটাও চুরমার; খানখান
হাড় ভেঙেছো,দুঃখ নেই
দুঃখটা এখানেই-
মনটাও ভেঙে দিয়ে গেছো তুমি।
------------------------------------------------
২৫ এপ্রিল, ২০১৮, কয়রা, খুলনা।