"""""""""""
         দুঃখ তাদের ভাগ্য খারাপ
            জাহিদ হোসেন রনজু
--------------------------------------------®

পথের মাঝে যে শিশুরা ঘুরে বেড়ায়
ওদের দেখি
দুঃখ খুঁজি
ঐ জীবনের দুঃখগুলো খুঁজে বেড়াই
পাই না খুঁজে।

ওদের যদি প্রশ্ন করি দুঃখ আছে?
দুঃখ তো নাই
সব নিয়তি
সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই খুশি।

তবে কিছু কষ্ট আছে একটু আধটু
ঘর না থাকায়
রৌদ্র বৃষ্টির কষ্ট আছে
খাবার পেতে কষ্ট আছে
অসুস্থতার কষ্ট আছে
কষ্ট আছে এমন কিছু,  অল্প তবু।

কিন্তু কোন
দুঃখ তো নাই
সব নিয়তি
সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই খুশি।

অনেক ঘুরে........অনেক দিনে
পেলাম আমি খু্ঁজে খুঁজে
বললো ওরাই অবশেষে

একটি মাত্র দুঃখ তাদের-
ভাগ্য খারাপ।

--------------------------------------------
২০ আগস্ট,২০১৭, মিরপুর, ঢাকা।