দর পতন

জাহিদ হোসেন রনজু
----------------------------®

ভালবাসা; জীবনের অনু সংগঠন
তারই 'শেয়ার' বাজার; দরের পতন;
সূচকের মাত্রা আজি; ক্রমশঃ নমন
নামছে আর নামছে; ম্রিয়মাণ মন।

কেনাবেচার 'মার্কেটে' দুর্লভ স্বজন
নেই বললেই চলে। বহু, বহুজন-
যারা কিনেছিল আগে, করেছে গমন
একে একে চলে গেছে কোথায় কখন।

কেহবা দিয়েছে বহু, হৃদয়টা ছানি
কেহ বুঝে নিয়ে গেছে প্রাপ্য যত খানি,
কেহবা আবার তার যেটুকু নেবার
তারও চেয়ে বেশী নিয়ে সে পগারপার।

উদাসীন যারা আজও, নেই খোঁজাখুঁজি
অথবা অন্য হৃদয়ে বিনিয়োগ পুঁজি
আরো ভাল লাভজনক 'শেয়ার মার্কেট'
তাই ফেলে চলে গেছে, দিয়েছে 'ব্রাকেট'।

শুধু তুমি আছো আজো...আজো কাছে আসো
রোদসী, পারনি যেতে? নাকি ভালবাসো?

---------------------------------------
৯ জুন, ২০১৮, মিরপুর, ঢাকা।