ধুসর কাল
জাহিদ হোসেন রনজু
---------------------------------©
মটমট করে খায় নেকড়ে
ফুটফুট জোছনার চাঁদটা,
পিলপিল পায়ে আসে পিঁপড়ে
কুটকুট কামড়ায় বোধটা।
দিন দিন বাড়ে শুধু হামলা
জর্জর বিষে কাঁদে চাঁদটা,
মর-মর করে বাঁচে তৃতীয়
কটকট রোদে তাতে জিদটা।
হিসহিস করে ন্যায় সর্প
ফুসফুস করে ফুসে নিঃশ্ব
গমগম করে ঠিক জাগবে
চুপচুপ নিশ্চুপ বিশ্ব।
-----------------------------------
২৬ মে, ২০১৮, ফুলবাড়িগেইট, খুলনা।