দেখা হবে মেয়ে
জাহিদ হোসেন রনজু।
-----------------------------------®
রিক্সার হুট তোলা ছিল।
ভিতরে-
তুমি আর আমি।
আর যা ছিল- সেতো
আমিও জানি, তুমিও জানো মেয়ে।
প্রণয় মৈথুনের সময়
থাকে না তো চারপাশ।
থাকে কি?
তুমি আর আমি অথবা অন্য কেউ
দেখেছি কি?
এই তো সেদিনের উত্তাপ
আজ
বরফযুগের হিম শীতল নদী।
নদীরাও কি হারিয়ে কাঁদে?
হয়তো বা কাঁদে।
না হলে সমুদ্রে কেন
নীল লবনাক্ত জল জমা হবে।
পালিয়ে বাঁচা যায় না মেয়ে।
যায় কি?
তাহলে এখনো
তোমার মুখ কেন ভাসে
কবিতার বনলতা সেনে?
হৃদয় ভাঙ্গে হৃদয়,
তবু প্রেম জেগে থাকে
ভাঙ্গা হৃদয়ের নীড়ে।
থাকে কি?
তাহলে নিশ্চয় জেনো
দেখা হবে মেয়ে।
--------------------------------------------
৫ মে, ২০১৫, মিরপুর, ঢাকা।