দাও খুলে দাও
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------®
দাও খুলে দাও
দাও খুলে দাও
হৃদয় তোমার দাও খুলে দাও।
তোমার হৃদয়
হোক আলোময়
ভুবন মাঝে যাও মিশে যাও।
শুভ্র সুন্দর
করো অন্তর
মানব প্রেমে মনকে সাজাও।
কাটুক আঁধার
অমানিশার
ভোরের আলোয় মনকে রাঙাও।
করো উদার
চিত্ত তোমার
বাহির পানে চাও ফিরে চাও।
যারা দুখি
নয়কো সুখী
তাদের দিকে হাতটি বাড়াও।
শহর গ্রামে
স্বদেশ ধামে
ভালবেসে ঘুরে বেড়াও।
শ্যামলিমায়
স্নিগ্ধ মায়ায়
হৃদয় তোমার নাও ভরে নাও।
---------------------------------------------
২৮ জুলাই, ২০১৬, মিরপুর, ঢাকা