মানব-দানব

জাহিদ হোসেন রনজু
--------------------------------------®

বন-নদী-জল, ধরণীতল এক হলেও আসমান
মানব আর দানবের মাঝে বিস্তর ব্যবধান।

মানব হলো আলো ঝলমল অনিন্দ্য সুন্দর
দানব হলো নিকষ কালো গন্ধময় অন্তর।

মানব হলো ভালোবাসার সকলের জন্য
দানব হলো অন্ধকারের জানোয়ার বন্য।

এই আকালে কোনটা তুমি মানব না দানব?
কোনটা তুমি ভাবো একবার করো অনুভব।

মানব হলে স্বার্থ ছেড়ে অপরের জন্য
বিলায় দিয়ে সামর্থ সব হবে অনন্য।

দানব হলে ভাববে শুধু নিজেরই জন্য
ত্রাণ লুট, খাদ্য মজুদ করে হবে জঘন্য।

মানব হলে অল্প খেয়ে করবে যে সঞ্চয়
করবে যে দান দুখীজনে এলে দুঃসময়।

দানব হলে সুখ আয়েসে মগ্ন একান্তে
দরজা-কপাট সব লাগিয়ে থাকবে অজান্তে।

প্রাণিকুলের শ্রেষ্ঠ তুমি হবে মানব বীর
কেন হবে মানব তুমি দানব অলক্ষ্মীর।

------------------------------------
২২ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা