চোখ

জাহিদ হোসেন রনজু
------------------------------------®

চোখগুলো আমার মাংসপিণ্ড দেখে
আমাকে দেখে না...

দোকানের ঝুলন্ত মাংসপিণ্ডের দিকে
যেমন জ্বলজ্বল করে সারমেয় চোখ; বুভুক্ষু
চেয়ে থাকে তেমন

চোখগুলো যতই পোষাক পড়ি, দেখে না
ভেদযন্ত্র লাগিয়ে চোখে
ভিতরের মাংসপিণ্ড দেখে আমার

যতই পর্বত শিখরে উঠি
তবুও চোখগুলো
আমাকে মানুষ দেখে না
থাল থাল মাংসপিণ্ড দেখে

জ্বলজ্বল করে
অসংখ্য শকুন চোখ....আমার চারপাশে

----------------------------------
২ মার্চ, মিরপুর, ঢাকা।