চৈত্রে পোড়া নষ্ট দুপুর

জাহিদ হোসেন রনজু
-------------------------------------------©

কোথাও খুঁজে পাচ্ছি না আর তোমায় আমি
এখন তুমি কেমন জানি, অন্য রকম।
ফুটফুটে চাঁদ জ্যোৎস্না ছাড়া
ময়ূরপঙ্খী নৌকা যেন কোথাও বাধা।

হাজার ফুলের বসন্তকাল কোকিল ছাড়া যেমন লাগে
আজকালকার তোমায় আমার তেমন লাগে
প্রস্ফুটিত গোলাপ যেন-
টকটকে লাল; গন্ধবিহীন।

সবই আছে ; বাইরে থেকে যা দেখা যায়, যতটুকু
তুমিই শুধু নেইতো এখন প্রাণের মাঝে।

আজকালকার তুমি প্রিয় অন্য রকম, অন্য মানুষ
ক্লিওপেট্রার মূর্তিসম সামনে দাঁড়াও
তবু তুমি থাকো নাকো সামনে আমার।
মনের মাঝে মন লুকিয়ে নিজেই নিজের
আমার থেকে হারিয়ে যাওয়া উদাস দুপুর
এখন তুমি।

তুমি আছো তোমার মতো অন্য কোথাও,
অন্য কোন স্মৃতির ভীড়ে
তোমায় খুঁজে মরছে কেহ, কি আসে যায়।

আমারই শুধু চৈত্রে পোড়া নষ্ট দুপুর; কষ্ট প্রহর।

---------------------------------------------
২১ মার্চ, ২০১৮, বাস, খুলনা টু কয়রা।