ছড়ার ছড়াছড়ি

জাাহিদ হোসেন রনজু
------------------------®

(১)

ল্যাপটপ

এসো কাছে খুকুমনি
খাবারটা খেয়ে নাও,
এসো তুমি টম-জেরি
কার্টুনটা দেখে খাও।

ছুটোছুটি করো নাকো
খেয়ে ফেলো টপাটপ
খেয়ে তুমি হও বড়
কিনে দিবো ল্যাপটপ।
------------------------
২৭ আগস্ট ২০১৮, মিরপুর, ঢাকা

(২)

চায়না গাড়ী

রাগ করেছে খোকন সোনা
ভেঙ্গে গেছে তার গাড়ি
চায়না গাড়ি বলেই নাকি
ভেঙ্গে গেলো তাড়াতাড়ি।

তাতে খোকন রাগ করেছে
কিনো কেনো চায়নাটা?
চায়না গাড়ি নয়কো ভারী
বেশী দিন তো যায় না তা।

------------------------
২৭ আগস্ট ২০১৮, মিরপুর, ঢাকা

(৩)

বায়না

খেলনা গাড়ি, খেলনা পুতুল
এসব খুকু চায় না আর,
চাই যে এখন আপুর মতন
রঙিন একটি মোবাইল তার।

সারাদিনই তুলবে ছবি
সেলফি নাকি কি বলে,
মুখ বাঁকায়ে ভেংচি কেটে
তুলবে ছবি মোবাইলে।

------------------------
২৭ আগস্ট ২০১৮, মিরপুর, ঢাকা

বি.দ্র. পূর্বে পোস্ট করা হয়েছিল। উধাও হয়ে যাওয়ার কারণেে আবার পোস্ট করা হলো।
যারা উক্ত পোস্টে মন্তব্য প্রদান করেছিলেন অথচ আমি প্রতিত্তোর করতে ব্যর্থ হয়েছি তাঁদের প্রতি রইল কৃতজ্ঞতা।