চেনা-চেনা

জাহিদ হোসেন রনজু
------------------------------------------®

মাঝে মাঝে
রাস্তা ঘাটে
হঠাৎ দেখি চলতি পথে
থমকে কেউ তাকিয়ে আছে আমার দিকে
ভাবখানা তার এমন যেন আমায় চিনে
হয়ত তো ভাবে
কোথায় যেন দেখেছি তারে
কেমন যেন চেনা চেনা হচ্ছে মনে
শুধুই ভাবে
হাতড়ে বেড়ায় স্মৃতির মাঝে।
কোথায় কখন পায় না খুঁজে
কেমন জানি দ্বন্ধ লাগে
দ্বিধায় পড়ে
বলবে কিনা কাছে এসে
কেমন আছেন?
কোথায় এলেন?
সাহস হয় না, আবার হাটে
নিজের পথে
হয়ত ভাবে
দরকার কি বোকা সেজে
যাই চলে যাই নিজের কাজে।

আমারও এমন দ্বন্ধ জাগে
মাঝে মাঝে
চলতি পথে, বাসের সিটে
বেশ মনে হয় চিনিই যেন
দেখেছি তারে কোথাও যেন।
খুব মনে হয় অনেক দিনের চেনা জানা
আবছা আবছা, ধোঁয়া ধোঁয়া মুখটি চেনা।

হয়ত তারা হয়ত চেনা,
হয়ত জানা-
আজ অজানা
তাই মনে হয় চেনা চেনা, আধা চেনা।

--------------------------------------------
(২৮ জুন, ২০১৬,মিরপুর, ঢাকা)