ছড়া কবিতা-১
চাঁদের বুড়ি
জাহিদ হোসেন রনজু
----------------------®
দিদা তুমি এ সময়েও
জানো নাতো কিছু,
ছুটছো আজো আদিকালের
রূপকথারই পিছু।
বলছো আমায় চাঁদে আছে
চরকা কাটা বুড়ি,
কাটছে সুতো দিবস রাতি
কাঁথা গায়ে মুড়ি।
কিন্তু দিদা এসব কথা
সত্যি নয়কো মোটেই,
দেখছে যেয়ে বিজ্ঞানীরা
চাঁদের দেশে গিয়েই।
আছে সেথায় খানা-খন্দক
পাহাড়-টিলা অনেক,
কোথাও নেই চরকা বুড়ি
গল্প তবু হরেক।
-------------------------------
০১ অক্টোবর ২০১৮, মিরপুর, ঢাকা