বুলবুলি

জাহিদ হোসেন রনজু।
------------------------------------------®

বুলবুলি
দ্বার খুলি
কোথা গেলি তুই?
আমাকে ফেলে গেলি কোথা কোন ভুই?

হাঁটছিলি
খেলছিলি
গাইছিলি বেশ
গৃহ মোর ভরে ছিল আনন্দ অশেষ।

মনে পড়ে
কোন ভোরে
পাখা দুটি মেলে
কত না পাহাড় নদী পেরিয়ে এলে।

ভালবেসে
অবশেষে
রয়ে গেলি এথা
আজ কেন তবে গেলি দিয়ে মনে ব্যথা?

পরাধীন
দম হীন
লাগেনিকো ভাল?
তাই বুঝি গৃহ ছাড়ার কথা মনে হলো?

যাও সেথা
পাবে যেথা
স্বাধীন আকাশ
যেখানে পাবে তুমি নিজ প্রিয় আবাস।

জানি আমি জানি পাখি বিনে স্বাধীনতায়
সুখ প্রীতি যত থাকুক বাঁচা বড় দায়।

---------------------------------------------
(১৮ মে, ২০১৬, বাস,মানিকগঞ্জ টু ঢাকা)