বুঝায় যদি করোনা
জাহিদ হোসেন রনজু
---------------------®
থাকো বসে ঘরের মাঝে
চুপটি করে আরামে,
ওগো স্বামী বের হয়ো না
ধরবে তোমায় ব্যারামে।
এখন কেন উৎপিপাসু
বাহিরে পা বাড়াতে,
গেছো দেখি সবই ভুলে
আমায় যখন জ্বালাতে-
"থাকো তো বেশ ঘরে বসে
ঠাণ্ডাতে খুব আরামে,
আমার মতন বাইরে গেলে
থাকতে না আর এই ধামে।"
এখন কেন ঠাণ্ডা ঘরে
থাকতে এতো কষ্ট হয়?
কেন এতো ছটফটানি
চক্ষু দুটি বাহিরময়?
তোমার কিছুই করতে হয় না
গৃহস্থালির হাজার কাজ,
তবু তোমার দম ফেটে যায়
ঘরের মাঝে থাকতে আজ।
বুঝো এবার কষ্ট কেমন
আটকা থাকলে চারিপাশ,
ঠাণ্ডা ঘরও হয় মনে হয়
দম আটকানো কারাবাস।
বুঝতে এবার পারো যদি
বুঝায় যদি করোনা,
মিথ্যে দিয়ে আমায় বেঁধে
বাহাদুরি করো না।
------------------------------
১৭ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা।