বুঝবে সেদিন মানে

জাহিদ হোসেন রনজু
--------------------------------®

ধরছি মুরগী
করছি জবাই
ছালটা এখন ছিলে
নুন মরিচে
পুড়বে তেলে
আগুন তাপে দিলে।

সারা জীবন
আমায় বকে
সিংহাসনের আশায়
আসছো তুমি
লোভে পড়ে
বুঝে না কোন গাধায়।

এখন আমার
খুব প্রয়োজন
তাই তো নিছি সাথে
ভোটের মাঠে
জিতার তরে
হাত নিয়েছি হাতে।

আনছি জোটে
বানছি কষে
পালাবে আর কোথায়
জিতলে ভোটে
দিবো শেষে
রাম লাত্থি কষায়।

বুঝবে সেদিন
রাম আর রহিম
ভোল পাল্টানোর মানে,
লঙ্কা যাওয়ার
খায়েশ কেমন
বুঝবে মনে প্রাণে।

-----------------------------------
২০ নভেম্বর ২০১৮, কয়রা, খুলনা।