"""""""""
বৃষ্টি ছিল, মিষ্টি ছিল
- জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®
আজ সারাদিন
আকাশ ভাঙা
বৃষ্টি ছিল
বৃষ্টি ছিল।
মনের মাঝে
খই ফোটা সুখ
মিষ্টি ছিল,
মিষ্টি ছিল।
মেঘ গুড়গুড়
দেয়া ডাকে,
বৃষ্টি ঝরে,
বৃষ্টি পড়ে।
মনের মাঝে
প্রেম যে ডাকে
মিষ্টি সুরে,
মিষ্টি করে।
বাইরে ভিজে
সকল কিছু
বাদল ধারায়,
অঝোর ধারায়।
আমি ভিজি
বধুর সাথে
সঙ্গ সূধায়,
ভালবাসায়।
রিমঝিমাঝিম
বৃষ্টি মাতাল
মহুয়া বনে,
ফুলের ঘ্রাণে।
আমি মাতাল
স্বর্গ সুখে
প্রেমের গানে,
বধুর প্রাণে।
( ১৬.০৭.২০১৬, ঢাকা)