বৃষ্টি ঝরে পৃথ্বী 'পরে
জাহিদ হোসেন রনজু
------------------®
বৃষ্টি ঝরে
পৃথ্বী 'পরে
মন্দাকিনী হঠাৎ করে
নামলো যেন ঝুপ্
স্বর্গ ছেড়ে টুপ্
তালপুকুরে
ভর দুপুরে
বৃষ্টি মেয়ে মিষ্টি সুরে
ঝরছে যে হরদম
ঝমঝমাঝমঝম
তালে তালে
টিনের চালে
মাঠে-ঘাটে-বিলে-খালে
পায়ে দিয়ে মল
নাচছে অবিরল
এই সময়ে
একলা হয়ে
বাদল ধারার মধুর লয়ে
জ্বালায় মনে ধূপ্
কোথায় তুমি চুপ্?
আপন মনে
প্রেম বিহনে
খুঁজছি দিয়ে সংগোপনে
বৃষ্টি সুরে ডুব
তোমায় আমি খুব
--------------------------------
২৭ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা।