বৃন্তচ্যুত পত্র
জাহিদ হোসেন রনজু
----------------------------------®
মলিন ছেঁড়া পাতায় কি আছে যে লেখা
বিবর্ণ ধূসর আজি যায় না তা দেখা।
এমনই জরাজীর্ণ ভঙ্গুর সে পাতা
না যায় তাতে আবার নব শব্দ গাঁথা।
যেভাবে রয়েছে পাতা ধূসর মলিন
সেভাবেই থাকুক তা বাঁচে যতদিন
তুলতে যেও না তাকে হয়ে যে অবুঝ
বৃন্তচ্যুত পত্র আর হয় না সবুজ।
--------------------------------
৯ নভেম্বর ২০১৮, মিরপুর, ঢাকা।