ব্রেক আপ

জাহিদ হোসেন রনজু
--------------------------------------------®

কে ওখানে? রানু নাকি?

না না দাদু। ফুল কুমারী।

কখন এলে?

একটু আগে।

কেমন আছো?
কেমন চলছে প্রেম-কাহিনী?
কি যেন নাম সেই ছেলেটির?

ফটিক গোপাল।

এবার বলো
কি খবর সেই ছেলে বন্ধুর'?

'ব্রেক-আপ' নিছি।

'ব্রেক-আপ' নিছো? 'ব্রেক-আপ' টা কি?

এই ধরো না 'প্রেম বিরতি'।

ওমা! একি! আজব দেখি!
প্রেমেও আবার 'ব্রেক'-বিরতি!
শুনছি তো হয় ছাড়াছাড়ি।
তেমন নাকি?
তাহলে তো কঠিন সময়।
ফটিক তোমার হারায় গেল।

না না দাদু, ভুল বুঝেছো।
বিষয়টি নয় তেমন কিছু।
এই ধরো না, ভাল লাগে না,
এক ঘেয়েমী, পানসে কেমন।
তাই তো দুজন দূরে আছি কিছু সময়।

এক ঘেয়েমী কেটে গেলে?

হতেও পারি আগের মতন।
আপত্তি নেই।
দেখছি নাতো দোষের কিছুই।
'ব্রেক-আপ' তো নেয় সে কারণেই।

তাহলে আজ একলা তুমি, শূন্য হৃদয়।

কি যে বলো দাদু তুমি!
কেন হবো একলা আমি।
কেন হবে শূন্য হৃদয়।
রাজু আছে।
রাজুই এখন ছেলে বন্ধু, নতুন 'পার্টনার'।

কি, কি বললে? নতুন 'পার্টনার'?
শুনছি ব্যবসায় এসব থাকে।
প্রেমেও আছে?

থাকবে না ক্যান?
আচ্ছা দাদু তুমিই বলো-
প্রেম কি কভু একার বিষয়?

তাই তো, তাই তো।
ঠিক বলেছো দিদিমনি।
প্রেমে লাগে মানুষ দুজন।
তাকে 'পার্টনার' বলতে পারই।
তবে কি ভাই, শব্দটিতে কেমন জানি
ব্যবসা, ব্যবসা গন্ধ আসে।
আর সে তোমার ফটিক গোপাল?
ওরও আছে নতুন 'পার্টনার'?

হ্যা আছে তো। রানুর সাথে।

একি বললে! এই সে রানু?
তোমার বন্ধু রানুর সাথে?
কি যে বলো? কেমন করে?
ও না তোমার সবই জানে।
তাছাড়াও তো আমি জানি
রানুরও আছে আদিল প্রেমিক।

আছে কেন? ছিল বলো।

ওমা! একি!
ওরাও বুঝি 'ব্রেক-আপ' নিছে?

হ্যা গো দাদু, ঠিক ধরেছো।
বুড়ো হলেও বুদ্ধি আছে।
'ব্রেক-আপ' নিয়েই রানু-গোপাল
এখন দুজন 'জিএফ', 'বিএফ'।

আর সে রানুর আদিল প্রেমিক?

ফিরে গেছে দিলের কাছে।
তার সে আগের মেয়ে বন্ধু, মনির কাছে।

ওহ্! বাপরে বাপ!
জয় হে 'ব্রেক-আপ'।
বেশ বেশ বেশ বেশ 'ব্রেক-আপ' চলুক
'ব্রেক-আপ' নিয়েই প্রেম যে বাঁচুক।
------------------------------------
২৩ মার্চ, ২০১৬, মিরপুর, ঢাকা।