(রমুছাঁচ)

বৌদি

জাহিদ হোসেন রনজু
---------------------®

সৌদি থেকে বড়দা ফিরে কিনলো শাড়ি রাঙা
বৌদি দেখে বেজায় খুশি
আনন্দে মন উঠলো ফুঁসি
সৌদি ফেরত স্বামীর প্রতি প্রেম হলো তার চাঙা।
উথলে উঠে প্রেমের বাটি
বহুদিনের রুক্ষ মাটি
মধুর রসে সিক্ত হয়ে ছুটল যে বাঁধ ভাঙা।

সুড়সুড়িয়ে দাদার পাশে বসলো বৌদি রাঙা
বত্রিশ দাঁত হাসি দিয়ে
দিলো যেমন পান বানিয়ে
গরীবকালে বৌদির এমন ছিল না ভাব চাঙা।
ভিমড়ি খেয়ে দাদা ভাবে
পান খাবে না খাবি খাবে
চনমনিয়ে উঠে হৃদয় ছিল যেটা ভাঙা।

-----------------------------
৮ এপ্রিল ২০১৯, মিরপুর, ঢাকা।


(এই রমুছাঁচের সম্পূর্ণ কৃতিত্ব যার প্রাপ্য সেই পরম শ্রদ্ধেয় প্রিয়কবি রহমান মুজিব মহাশয়কেই এই কবিতাটি উৎসর্গ করছি।)