বস্তিওয়ালা জা..গো........
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®
বরাহের দল দল বেধে ঘুরে
কর্দমাক্ত নোংরা কুৎসিত জামা পড়ে।
দেশী মদের গন্ধ পাই,
উৎকট বিভৎস গন্ধ আসে ভেসে।
মাঝে মাঝে বাতাসে
ব্যাংকে রক্ষিত লুট হয়ে যাওয়া ওয়াইনের ঘ্রাণ ভাসে।
মনে হয় নষ্ট পাড়ার রাতজাগা
নেড়ি সারমেয়রা আসলো এখন।
ঘেউ ঘেউ শব্দ পাওয়া যাচ্ছে, জোরে, খুব জোরে।
ওদিকে-
হায়েনারা ঝলমল আট কুঠুরির
লীলায়িত জ্যোৎস্নায় নিষিদ্ধ-স্নান করে,
চিৎকার- মহুয়া মাতাল চিৎকারের শব্দ আসে কানে।
জোর উৎসব আজ-
সবাই এসেছে এখানে
জঙ্গি নেকড়ে, ভ্যাম্পায়ার
মাফিয়া ডন সিংহ
সন্ত্রাসী চিতা বাঘ,
রক্ত চোষা বাদুর, জোঁক
সাপ, গোখরো, বিছা, মশা, বোলতা - সবাই
সবাই জড়ো হয়েছে, এই মৃত্তিকার পরে- এ উৎসবে।
লুট হওয়া বিবেক, বোধ, বিশ্বাস, ন্যায়, প্রতিবাদ-মিছিল
কি চমৎকারভাবেই না অভিযোজিত হয়ে
মিশে গেছে আজকের উৎসবে।
তারাও বেঁহুশ মহুয়ার ঘ্রাণে, দ্রাক্ষারসে।
আর সব নীরব।
মনে হচ্ছে মৃত্যুপুরীতে ঘুমিয়ে আছে সবাই-
তুমি-আমি-সে-আমরা।
বস্তিওয়ালা জা..গো.............
কেউ জেগে আছো কি এখনও?
-----------------------------------------------
১৪ জুন,২০১৬, মিরপুর, ঢাকা