বসন্ত এসে গেছে
জাহিদ হোসেন রনজু
----------------------------®
বাড়ে তাপ প্রকৃতির
মৃদু বহে সমীরণ
শীত শেষে ফাল্গুনে
প্রাণে জাগে শিহরণ
বসন্ত এসে গেছে....
কোকিলের কুহু রব
গাছে নব কিশলয়
ফাগুনের মূর্ছনায়
মুখরিত লোকালয়
বসন্ত এসে গেছে....
লালে লাল আবিরে
শিমুল, অশোক, পলাশে
ছেঁয়েছে দিগন্ত
ফুলে ফুলে সুবাসে
বসন্ত এসে গেছে....
করে মন উচাটন
ঝরা পাতা বিরহীর
হৃদয়ে জাগে প্রেম
কুহুতানে রূপসীর
বসন্ত এসে গেছে....
-----------------------------------
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা