বসন্ত
জাহিদ হোসেন রনজু।
-----------------------------------------------®
কবি নীরব কেন তুমি? ফুটেছে রক্ত পলাশ,
বসন্ত এসেছে দ্বারে, ফুলে ভরা চারপাশ।
আকাশ বাতাস মুখরিত কোকিলের কুহু তানে,
তবু কেন বসন্ত হায় জাগে না তোমার প্রাণে?
বিরস বদনে দূর দিগন্তে কবিবর চেয়ে বলে,
'কিভাবে আসে বসন্ত কাছে সখা না এলে?
কোকিলের কুহু রব শুনে খোঁপাতে জড়ায়ে ফুল,
হয়েছে কি উর্বশী আজ প্রেমে আপ্লুত ব্যাকুল?
আসেনি এখনো সে প্রেম, মন হয়নি পাগলপারা,
তাই তো বুঝিনি বসন্ত, পাইনি হৃদয়ে সাড়া।
যতই কোকিল ডাকুক কুহু, ফুটুক পুষ্প গাছে,
বসন্ত কি আর আসে কভু, না এলে প্রিয় কাছে?'
--------------------------------------------------
২৪ ফেব্রুয়ারি,২০১৮, মিরপুর, ঢাকা।