বর্তমান
জাহিদ হোসেন রনজু
---------------------------------®
বর্তমানকেই আসল মানো
খুঁজো নাকো অতীত,
ভবিষ্যতের ভাবনা ভেবেও
নষ্ট করো না নিদ।
যা ঘটার তা ঘটেই গেছে
ফিরবে না সে অতীত,
ভাবীকালে ঘটবে যেটা
অজানাও সে সংগীত।
কি দরকার তাই এসব ভেবে
জানা যখন নিশ্চিত,
ভবিষ্যতটাই বর্তমান হয়
বর্তমান হয় অতীত।
------------------------------------
১১ আগস্ট, ২০১৮, ফুলবাড়িগেট, খুলনা।