বর্ষার নির্ঝর
জাহিদ হোসেন রনজু
------------------------------------®
ঝরছে বাদল
তাই অবিরল
উঠছে ফুলে
ব্যথার ঢেউ,
মন মুকুরে
করুণ সুরে
অতীত ভুলে
কাঁদছে কেউ।
দুচোখ তারা
তন্দ্রাহারা
খুঁজছে বসে
নির্জনে,
প্রাণের সাকি
গানের পাখি
কোন বিরসে
কোন বনে?
আজ আকাশে
মেঘ যে ভাসে
কোথাও তো নেই
আলোর রেশ,
সবই আঁধার
এপার ওপার
সবখানেতেই
দুখ আবেশ।
বহু দিনের
দুটি মনের
গড়া আলয়
প্রেম আবাস,
আজ অজানায়
তবু বেড়ায়
খুঁজে হৃদয়
সেই নিবাস।
সেই প্রেয়সী
নাম রোদসী
ছিল যে জন
আমার সব,
বাদল ধারায়
মনের পাড়ায়
সেই সে আপন
আজ সরব।
কত স্মৃতি
মধুর প্রীতি
সেসব ক্ষণের
সুখ হাসে,
হুল ফুটিয়ে
ঝরঝরিয়ে
ঝরছে মনের
'ক্যানভাসে'।
----------------------------------------
২৩ জুন, ২০১৮, ফুলবাড়িগেট, খুলনা