বর্ষার গান

জাহিদ হোসেন রনজু।
-----------------------------®

কদম গাছে ফুল ফুটেছে
বর্ষা এলো ঐ
সে ফুল আমি পড়াবো যাকে
সেই বালিকা কই?

গুড়গুড়গুড় মেঘডম্বর
মাদল বাঁজে ঐ
সে সুরের সাথে সুর মিলাতে
মেঘ বালিকা কই?

ঝরঝরঝর বৃষ্টি ঝরে
একলা বসে রই
বাদল দিনে মুখর হবে
সেই বধুয়া কই?

ভয় জাগানো বিজলী পড়ে
বাড়ির পাশে ঐ
এমন দিনে বধুয়া ছাড়া
কেমনে একা রই?

আষাঢ় ঢলে নতুন জলে
মাঠটা থই থই
মনের কথা উথলে উঠে
বলার সখি কই?

শ্রাবণ কাঁদে অঝোর ধারায়
আকাশ ভাঙে ঐ
আমিও কাঁদি একলা বসে
প্রাণের বধু কই?

----------------------------
১৫/১৬জুন,২০১৬, ঢাকা