বড় বেশী কুয়াশা এখানে

জাহিদ হোসেন রনজু।
---------------------------------------------®

প্রতিদিন তোমাকে সাজাই
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল দিয়ে সাজাই,
রামধনুর সাত রঙ দিয়ে সাজাই।

তাজমহল থেকে ভালবাসা এনে তোমাকে সাজাই।

প্রতিদিন তোমাকে সাজাই
শ্যামের বাঁশির মায়া দিয়ে সাজাই
মোনালিসার হাসি দিয়ে সাজাই
ক্লিওপেট্রার সৌন্দর্য দিয়ে সাজাই।

তোমাকে সাজাই আমি আমার কবিতা দিয়ে।

তবু তুমি চৌকাঠ পেরুলে না।
বসে আছো
আলো আঁধারের মাঝে- সীমান্ত রেখায়।

চৌকাঠ পেরোও,
আর না হয় চলে যাও দূরে
সরে যাও তুমি
আসা না আসার সীমান্ত থেকে।

আর দাড় করিয়ে রেখো না আমায়।

তোমার উঠোনটা বড় বেশী রহস্যে ঘেরা,
বড় বেশী কুয়াশা এখানে ।

---------------------------------------------

( ২০ মার্চ, ২০১৬,মিরপুর, ঢাকা)