বন্ধু মানে
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
বন্ধু মানে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলা,
বন্ধু মানে প্রাণের সাথে প্রাণের কথা বলা।
বন্ধু মানে ঘুম তাড়ায়ে রাত্রি জেগে থাকা,
বন্ধু মানে ঘুম ভাঙ্গাতে জল ছিটিয়ে ডাকা।
বন্ধু মানে নিয়ম ভাঙার প্রথম শিক্ষা গুরু,
বন্ধু মানে অজানাকে জানার পাঠটা শুরু।
বন্ধু মানে অন্য রকম অন্য রকম কিছু,
বন্ধু মানে ছোটার সাথী অসম্ভবের পিছু।
বন্ধু মানে বৈশাখী ঝড়, সকল সৃষ্টি ছাড়া,
বন্ধু মানে শ্রাবণ মেঘেও সুখে বাঁধন হারা।
বন্ধু মানে অনেক পাওয়ার একটি জ্যোৎস্না রাতি,
বন্ধু মানে মনের সাথে মনের চড়ুইভাতি।
বন্ধু মানে গোপন কথা গোপনভাবে শেখা,
বন্ধু মানে নিজ-ভাবনা তারই মাঝে দেখা।
বন্ধু মানে আরো কিছু আরো আরো পাওয়া,
বন্ধু মানে সুখে-দুখে এক সুরে গান গাওয়া।
______________________
২৭ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা।