""""""""""
           বন্ধু
   - জাহিদ হোসেন রনজু।
-------------------------------------®

আলিঙ্গনে বাধবি যদি
বাধ আজই
সময়টা যে যাচ্ছে চলে
রোজ রোজই।

সেই যে কবে আমায় ডেকে
মন বনে
চুপটি করে রইলি বসে
নিজ মনে।

কত কোকিল ডাকলো আমায়
যাইনি তো
তবু আমি তোকে আজো
পাইনি তো।

এ যে ভীষণ কঠিন জ্বালা
অপেক্ষার
দিন কাটে না, ফুরায় না যে
রাত আমার।

কত ফাগুন আসলো গেলো
ফি বছর
আজ আসি কাল আসি করে
যায় প্রহর।

আসবি যদি আয়রে তবে
তুই ত্বরাই
ভালবেসে গভীরভাবে
ধর জড়াই।

হৃদয় আমার পাক ফিরে যে
বসন্ত
কাটিয়ে দি আয় তুই আমি কাল
অনন্ত।

(০৮.০৮.২০১৬, বাস,ঢাকা টু ধামরাই)