বন্ধনী
জাহিদ হোসেন রনজু
------------------------------------®
তোমার মন আছে?
- আছে ।
তোমার ভালবাসতে ইচ্ছে করে?
- করে তো ।
তাহলে তো হয়েই গেল....
আমারও মন আছে।
আমারও ভালবাসতে ইচ্ছে করে।
বড্ড সরল হিসেব....কৈশোর পেরিয়ে সদ্য যৌবনের হিসেব.....শুধু যোগ।
বিয়োগ, ভাগ,গুণ.....এসবের বালাই নেই....সহজ হিসেব।
জীবনের আষ্টেপিষ্ঠে এখন
রেখা বন্ধনী,
প্রথম বন্ধনী,
দ্বিতীয় বন্ধনী,
তৃতীয় বন্ধনী.....
হিসেবের খেরো খাতা ; অষ্ট গেরো
তাই তো
সেদিনের মন আর ভালবাসার ইচ্ছেটা আজ
অনেক বন্ধনীতে বাধা; ধূসর।
--------------------------------------
২১ মে, বাস, খুলনা টু কয়রা, খুলনা।