"""""""""""
বলা হলো না
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®
যেদিন
পথের মাঝে
দাঁড়িয়ে ছিলাম আমি
তুমি কাছে এসে বলেছিলে-
"কার জন্য দাঁড়িয়ে আছো পথে?"
বলা হয়নি সেদিন
বলা হলো না আজও
দাড়িয়ে ছিলাম তোমার জন্যই পথে।
যেদিন
টেবিলের উপর
কবিতার খাতাটি দেখে
আমায় তুমি বলেছিলে হেসে-
"কার জন্য রাখছো লিখে মনের কথাগুলি?"
বলা হয়নি সেদিন
বলা হলো না আজও
আমি যে শুধু তোমারই জন্য লিখি।
যেদিন
ফূুল হাতে
আমায় দেখে তুমি
বলেছিলে চোখে চোখ রেখে-
"এ ফুল কার জন্য নিলে হাতে?"
বলা হয়নি সেদিন
বলা হলো না আজও
এ ফুল তোমার জন্যই ছিল হাতে।
এমন
অনেক কিছুই
বলা হয়নি সেদিন
বলা হলো না আজও ।
--------------------------------------------
২৭ আগস্ট, ২০১৭, মিরপুর, ঢাকা।